.উত্তর ও দক্ষিণ কোরিয়া একে অপরের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগ করে পশ্চিম উপকূলে সতর্কতামূলক গুলি বিনিময় করেছে। তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই সোমবার এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় ভোর প্রায় ৩টা ৪০ মিনিটের দিকে প্রচলিত সমুদ্রসীমা নর্দান লিমিট লাইন অতিক্রম করে উত্তর কোরিয়ার একটি বাণিজ্যিক জাহাজ, সেটিকে বিদায় করতে সতর্ক করে তারা এবং সতর্কতামূলক গুলি ছোড়ে। খবর বিডিনিউজের।
উত্তর কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর জাহাজ এনএলএল লঙ্ঘন করার পর ১০টি রকেট গোলা ছুড়ে সতর্ক করে তারা। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ-র দেওয়া উদ্ধৃতিতে উত্তর কোরিয়ার পিপলস আর্মির জেনারেল স্টাফের মুখপাত্র বলেছেন, শত্রুর জাহাজকে দৃঢ় ভাবে বিতাড়িত করতে আমরা প্রাথমিক পাল্টা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলাম।