হাটহাজারীর ১৩নং মাদার্শা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বৈলতলী আহমদিয়া পাড়ায় চাচার গুলিতে আহত ভাতিজা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার দায়ে অভিযুক্ত চাচা এই ইউপির সাবেক চেয়ারম্যান হামিদুল্ল্যা(৭০)কে আজ সোমবার (২৪ অক্টোবর) ভোরে পুলিশ গ্রেফতার করেছে।
এ ব্যাপারে আহত হামিদুল্ল্যা জসিমের ভাই মো. শাহেদ বাদী হয়ে থানায় আজ সোমবার মামলা দায়ের করেছেন।
জানা যায়, গতকাল রবিবার রাতে নিজেদের জায়গা সম্পত্তির ভাগ ভাটোয়ারা নিয়ে তার আপন চাচা মরহুম হাজী দুলা মিয়ার পুত্র হাবিবল্ল্যকে ডাকতে গেলে চাচা তার ভাতিজা হামিদুল্ল্যা জসিমকে গুলি করেন। আহতের স্বজনরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়।
আহত ভাতিজা জসিম চমেক হাসপাতালে চিকিৎসাধীর রয়েছে বলে স্হানীয় ইউপি সদস্য মোহাম্মদ শাহাজাহান বাদশা ও তার স্বজনরা গণমাধ্যমকে জানান।
অভিযুক্তকে আটকের চেষ্টা করলেও হাবিবুল্লাহ চেয়ারম্যান পুলিশকে লক্ষ্য করে গুলি করে। ফলে রাতভর চেষ্টা করে ও পুলিশ তাকে আটক করতে পারেনি। আজ সোমবার ভোররাতে পুলিশ তাকে গ্রেফতার করে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন সবুজ বলেন, “এই ঘটনায় গুলিতে আহতের ভাই মো. শাহেদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। চাচা চেয়ারম্যান হাবিবউল্লাহকে আটক করা হয়েছে।”