যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার দৌড়ে সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। সুনাক জানিয়েছেন, তিনি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চান। মনোনয়নের সময় শেষের আগেই ক্ষমতাসীন দলের এমপি’দের সমর্থনের দিক দিয়ে তিনি ইতোমধ্যে সবাইকে ছাড়িয়ে গেছেন। আজ সোমবার যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুর ২টার মধ্যে মনোনয়নের সময় শেষ হওয়ার কথা রয়েছে। বিবিসি জানিয়েছে, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির (টোরি) ১৩০ জন এমপি যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুনাককে চান বলে প্রকাশ্যেই জানিয়েছেন। খবর বিডিনিউজের।
সম্ভাব্য অন্য প্রার্থীদের মধ্যে শুধু ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের নেতা পেনি মর্ডান্ট নিজের প্রার্থিতার কথা নিশ্চিত করেছেন। ক্যারিবীয় অঞ্চলে ছুটিতে থাকা জনসন শনিবার তড়িঘড়ি করে দেশে ফিরে এলেও এখনও নিজের প্রার্থিতার ঘোষণা দেননি। বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী, সোমবার দু্পুরের মধ্যে একজন সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থীর প্রতি অন্তত ১০০ জন টোরি এমপি সমর্থন জানালে তিনি প্রার্থীতার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। হাউস অব কমন্সে টোরি দলের এমপি সংখ্যা ৩৫৭ জন হওয়ায় শেষ পর্যন্ত মাত্র তিন জন এ বাধা পেরোতে পারবেন বলে মনে করা হচ্ছে।
শেষ খবর পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি ৫৫ জন এমপি ও পেনি মর্ডান্ট ২৩ জনের সমর্থন পেয়েছেন। বিরোধী লেবার দলীয় নেতা স্যার কিয়ার স্টারমার ফের সাধারণ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, যে সরকারই ক্ষমতায় আসুক তাদের চলতি বিশৃঙ্খলাকেই গ্রহণ করতে হবে।