যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তারা দেশের শত্রু

কঠিন চীবর দান অনুষ্ঠানে মেয়র

| সোমবার , ২৪ অক্টোবর, ২০২২ at ১১:০৪ পূর্বাহ্ণ

নগরীর জেএমসেন হল প্রাঙ্গণে গত শনিবার দিনব্যাপী চট্টগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারের উদ্যোগে দানোৎত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বে সুনন্দ মহাথের ও দ্বিতীয় পর্বে জ্ঞাননন্দ মহাথের’র সভাপতিত্বে প্রকৌশলী পলাশ বড়ুয়া ও রেবা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, সবার চিন্তায় মননে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিরাজ করছে। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে সূরা আল বাকারায় বলা আছে, ফিতনা-ফ্যাসাদ সৃষ্টি করা হত্যার চেয়ে জঘন্য অপরাধ। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, দেশজুড়ে তাণ্ডব চালিয়েছে তাদের পরিচয় দুষ্কৃতকারী। তাদের একটাই পরিচয় তারা উগ্র সাম্প্রদায়িক এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি। এরা গোলা পানিতে মাছ শিকার করতে এখনো তৎপর।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. প্রণব কুমার বড়ুয়া, সংবর্ধিত অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া ও হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ পুষ্পেন্দু বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান ধর্মালোচক ছিলেন পাবর্ত্যজেলা বান্দরবান রামজাদী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ উ.গুণ বর্ধন পঞঞা মহাথেরো।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়া, ভদন্ত বজিরানন্দ মহাথের, অধ্যাপক বিপুলানন্দ মহাথের, প্রিয়দর্শী মহাথের, বিপর্শী মহাথের, বিনয় ভূষণ বড়ুয়া, কমলেন্দু বিকাশ বড়ুয়া, অলক বড়ুয়া বিটু, ভিপি উত্তম বড়ুয়া, প্রণবরাজ বড়ুয়া, অসীম বড়ুয়া মুকুল, তাপস কুমার বড়ুয়া, প্রকৌশলী টিটু বড়ুয়া, আর্যশ্রী থের, দিপানন্দ থের, রতনানন্দ ভিক্ষু, কাজল প্রিয় বড়ুয়া, প্রসেনজিৎ বড়ুয়া, জুয়েল বড়ুয়া প্রসুন, শুভ্রমনিয়াম বড়ুয়া, রুপম বড়ুয়া, সম্রাট বড়ুয়া প্রমুখ। পঞ্চশীল প্রার্থনা করেন শিক্ষক বিমল কান্তি বড়ুয়া ও মৃদুল কান্তি বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অস্ত্রসহ ১৬ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআইআইইউসি ল’ অ্যালামনাই অ্যাসো’র বার্ষিক সাধারণ সভা