দৈনিক আজাদীর সিনিয়র চিত্র সাংবাদিক সোহেল রানার মা জাহানারা আকতার (৬৫) আর নেই। গতকাল বিকেল ৪টার দিকে নগরীর আতুরার ডিপোর তাহেরাবাদ আবাসিক এলাকার বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও এক কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বাদ এশা তাহেরাবাদ আবাসিক এলাকা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজ সোমবার বাদ আছর চাঁদপুরের ফরিদগঞ্জের শোল্লা চৌধুরী বাড়ি প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে মরহুমার লাশ দাফন করা হবে। সোহেল রানার মায়ের মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে।










