নতুন করে গৃহকর পুনঃমূল্যায়নের নামে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় গৃহকরের পরিমাণ ৮০ হাজার থেকে এক লাফে ১ লাখ আশি হাজার টাকা করা এবং ভাড়া আদায়ের ভিত্তিতে গৃহকর নির্ধারণের প্রক্রিয়ার কারণে সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স এখন আতংকের কারণ হয়ে দাঁড়িয়েছে বাড়িওয়ালাদের কাছে। গৃহকর নির্ধারণে এক লাফে এত কর বৃদ্ধি যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি গৃহকর মূল্যায়ন প্রক্রিয়ায় সিটি কর্পোরেশনের একশ্রেণির কর্মকর্তাদের নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এভাবে গৃহকর বৃদ্ধি করা হলে তার পুরো বোঝা গিয়ে পড়বে ভাড়াটিয়াদের উপর।
সাধারণ মানুষ এমনিতেই নিত্যপণ্য, সেবা সার্ভিসের মূল্যবৃদ্ধি, ভ্যাট, ট্যাক্সসহ নানা ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ করের ভারে জর্জরিত। সেখানে সিটি কর্পোরেশনের গৃহকরের এক ধাপে ১০ গুণের বেশি বৃদ্ধি মানুষের ভোগান্তির নতুন মাত্রা যোগ করবে। যা পুরো নগরবাসীর জীবন যাত্রার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। তাই বাড়ি ভাড়ার ভিত্তিতে গৃহকর মূল্যায় না করে সম্পত্তির অবস্থান, বর্গফুট, গুণগতমান এবং কাঠামোগত বৈশিষ্ট্যই হতে হবে গৃহকর নির্ধারণের মানদণ্ড।
গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান প্রমুখ উপরোক্ত দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।












