পাওয়ার গ্রিডে হামলা, অন্ধকারে ডুবে যাচ্ছে ইউক্রেন

| রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ১১:১২ পূর্বাহ্ণ

ইউক্রেনকে অন্ধকারে ডুবিয়ে দিতে দেশটির আরো কয়েকটি পাওয়ার গ্রিডে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। গত সপ্তাহের সোমবার থেকে ইউক্রেনের পাওয়ার স্টেশনগুলোতে বিমান হামলা শুরু করে রাশিয়া। এরইমধ্যে দেশটির প্রায় একতৃতীয়াংশ পাওয়ার স্টেশন ধ্বংস হয়ে গেছে বলে জানায় বিবিসি। শনিবার ইউক্রেনের কর্মকর্তারা জানান, রুশ বাহিনী রাজধানী কিয়েভের দক্ষিণ-পূর্বে চেরঙি অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে হামলা করেছে। স্মিলা শহরের কাছে বড় ধরণের অগ্নিকাণ্ডের খবরও পাওয়া গেছে। দেশটির একেবারে পশ্চিমের খমেলনিৎস্কি নগরী পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর বিডিনিউজের।

ওডেসা থেকেও বিমান হামলা এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার খবর এসেছে। ইউক্রেনের বিদ্যুৎ বিতরণ কোম্পানির পক্ষ থেকে বলা হয়, তারা রাজধানী কিয়েভসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ সীমিত করতে বাধ্য হয়েছে।

প্রায় আট মাস আগে শুরু হওয়া যুদ্ধে গত বৃহস্পতিবারই প্রথম ইউক্রেন সরকার বিদ্যুৎ সাশ্রয়ে জনগণের উপর এর ব্যবহার সীমিত করার বিধি আরোপ করে। সমপ্রতি ইউক্রেনের উপর আকাশ হামলা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। শনিবার সকালেও হামলা অব্যাহত ছিল এবং ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ১৮টি ক্রুজ মিসাইল ধ্বংস করেছে।

পূর্ববর্তী নিবন্ধভারতে ডেঙ্গু রোগীর দেহে প্লাজমার বদলে মাল্টার রস!
পরবর্তী নিবন্ধডিএনএ বিশ্লেষণে মিলল ‘ব্ল্যাক ডেথ’ মহামারীর উৎসের সন্ধান