মানুষের তরে অন্তহীন ভালোবাসায় ও বিপুল সমারোহে লায়ন্স ক্লাব অব চিটাগং কাজ করে যাচ্ছে। চিকিৎসাসেবা কার্যক্রমে লায়নিজম অনবদ্য এবং পথপ্রদর্শকের ভূমিকা পালন করে চলেছে। চট্টগ্রামের ভাটিয়ারী হাসনাবাদস্থ মাটি’টায় চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের গভর্নর শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী এ কথা বলেন।
চিকিৎসা ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মহিউদ্দিন চৌধুরী, দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক, চিটাগং লায়ন্স ফাউন্ডেশন-সিএলএফ-এর ভাইস চেয়ারম্যান লায়ন কামরুন মালেক, কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী, গ্লোবাল একশন টিমের ডিস্ট্রিক্ট মেম্বারশিপ কো-অর্ডিনেটর লায়ন আশরাফুল আলম আরজু, রিজিয়ন চেয়ারপার্সন-১ লায়ন হুমায়ুন কবির, লিও ক্লাবস চেয়ারম্যান লায়ন মো. আনিসুল হক চৌধুরী ও লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও ইরফান মোস্তফা।
বাংলাদেশের সর্বপ্রথম ক্যাম্পিং ফ্যাসিলিটি মাটি’টার সহযোগিতায় লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি এম সোহেল খানের সভাপতিত্বে এবং মাটি’টার ব্যবস্থাপনা পরিচালক ডা. মুনাল মাহমুদ ও লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সার্ভিস চেয়ারম্যান লায়ন ডা. মেসবাহউদ্দিন তুহিনের পরিচালনায় চিকিৎসা ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়। চিকিৎসা ক্যাম্পে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন জাহিদ, লায়ন রাজিব সিনহা, লায়ন মো. ইসমাইল চৌধুরী, লিও ইয়ুথ ক্যাম্প এন্ড এঙচেঞ্জ চেয়ারপার্সন লায়ন নিশাত ইমরান, মাটি’টার চেয়ারম্যান তাসনীম মাহমুদ, জোন চেয়ারপার্সন লায়ন সাধন কুমার ধর, ডা. জুলি, লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সহসভাপতি লায়ন রেবেকা নাসরিন, সেক্রেটারি লায়ন নাজমুল শাকের, জয়েন্ট সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরী, ডিরেক্টর লায়ন কিশওয়ার জাহান, লিও জেলা ভাইস প্রেসিডেন্ট লিও সাদিফ, সেক্রেটারি লিও ওমর ফারুক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।