বাসদের সমাবেশ ও মিছিল

| রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, নিত্যপণ্যের দাম কমানো, গ্রাম শহরের রেশনিং চালু, দুনীতি-দুঃশাসনের অবসান ও বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার দাবিতে বাসদ চট্টগ্রাম জেলার সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৪টায় নগরীর নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য নুরুলহুদা নিপু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সদস্য সচিব আকরাম হোসেন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য আহমদ জসীম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলার আহবায়ক জোবাইর বীণা। সমাবেশ পরিচালনা করেন, বাসদ চট্টগ্রাম জেলার সদস্য রায়হান উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্য, বেকারত্ব, রাষ্ট্রীয় দমন-পীড়নে দেশের মানুষ এক সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে। সিন্ডিকেট ব্যবসায়ীরা ইচ্ছামত চাল, ডাল, তেল, চিনি, আটাসহ জিনিসপত্রের দাম বাড়িয়ে হাজার হাজার কোটি টাকা লুটে নিচ্ছে। এর ফলে শ্রমিক, কৃষক, নিম্ন আয়ের মানুষের দুর্ভোগের কোনো সীমা নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে সিএনজি চুরি
পরবর্তী নিবন্ধখুলনায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর