চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন হালিশহর সিএসডি গোডাউন শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ গতকাল হালিশহর সিএসডি গোডাউন নাথ পাড়া সিএনজি গ্যারেজে অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।
তিনি বলেন, দীর্ঘদিন থেকে সিএনজি চালিত অটোরিকশার মালিক সরকারী গেজেট অমান্য করে দৈনিক জমা বৃদ্ধির জন্য চালকদেরকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছে। কথায় কথায় চালকদের কাছ থেকে গাড়ীর চাবি নিয়ে নেয়া হচ্ছে। চালকদেরকে প্রয়োজনে অপ্রয়োজনে কোম্পানীরা হয়রানী করে যাচ্ছে। তিনি বলেন, চট্টগ্রামের অটোরিকশা শ্রমিকরা আজ ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মালিকের দৈনিক জমা বৃদ্ধির ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউনিয়নের উপদেষ্টা ও হালিশহর সিএসডি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আলী আজগর সোহেল। বক্তব্য রাখেন উপদেষ্টা মো: মিলন, মো: আলম বেগ, সাবেক উপদেষ্টা রিপন, নান্টু, রিয়াজ, মো: ফরিদ, মো: বাচ্ছু, মো: ফোরকান, শামীম, সুজন, সেলিম ও রাজু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।