শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির আয়োজনে তিনদিনব্যাপী চট্টগ্রাম মোটরফেস্ট-২০২২ গতকাল শেষ হয়েছে। ‘আমাদের রাস্তায় আমাদের গাড়ি, থাকবে সবার বাড়ি বাড়ি’ স্ল্লোগান নিয়ে গত বৃহস্পতিবার নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এ মোটরফেস্টের উদ্বোধন হয়। উদ্বোধনের পরই এ মোটরফেস্ট আগ্রহী দর্শনার্থীদের মাঝে দারুণ সাড়া ফেলে। প্রতিদিনই শত-শত দর্শনার্থী ভিড় করে মোটরফেস্টে। বিশেষ করে তরুণদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবারের মোটরফেস্টের সবচেয়ে আকর্ষণ ছিল পিএইচপি প্রোটন পারসোনা সিগনেচার ২০২২ মডেলের সেডান কার। কারটিতে মূল্যছাড় অফার দেয়া হয় মেলায়। এছাড়াও ১৫০০ সিসির ভিভিটি ইঞ্জিনের ব্র্যান্ড নিউ এ কারে ৫ বছরের অথবা দেড় লাখ কিলোমিটার সার্ভিস ওয়ারেন্টিসহ ৫টি ফ্রি সার্ভিসের অফারও দেয়া হয়। কারটি সম্পূর্ণ লেদার সিটসহ ৬টা এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি স্পন্সরযুক্ত ১৬ ইঞ্চির অ্যালুমিনিয়াম চাকা এবং ৬ ইউএসবি পোর্ট সমৃদ্ধ এন্ড্রয়েট সুবিধার স্মার্টফোন কানেকটিভিটি রয়েছে। কারটিতে ইলেক্ট্রিক স্ট্যাবিলিটি কন্ট্রোল ছাড়াও বেকওয়ার্ড রাস্তায় চলাচলের সুবিধার্থে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এবং এলইডি’র ডে টাইম রানিং লাইটসহ গাড়ির হেড লাইটগুলো সব এলইডি ও অটো ফাংশন সমৃদ্ধ ইলেক্ট্রিক মিরর লাইট ব্যবহার করা হয়েছে। মোটরফেস্টে বেশকয়টি প্রোটন পারসোনা কার বিক্রি হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক মোটরসাইকেলও বিক্রি হয়েছে তিন দিনের এ মেলায়।
গতকাল সন্ধ্যায় ৫ম মোটরফেস্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান একুশে পদক প্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও আইআইইউসি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী ও শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোরশেদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান বলেন, আমরাও পারি। আমরাও পারি। আমরাও পারি। আমরাই একমাত্র জাতি, যারা ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। আমরাই একমাত্র জাতি, যাদের ভাষার জন্য রক্ত দিতে হয়েছে। কোন বাঁধাই বাঙ্গালি জাতিকে দমিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। এখন আমরা গাড়ি তৈরি করছি। তবে শুধু গাড়ি নয়, বাংলাদেশের মাটিতে একদিন আমরা প্লেনও বানাবো ইনশাল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে গাড়ি তৈরির মতো সাহসী উদ্যোগের জন্য পিএইচপি ফ্যামিলিকে সাধুবাদ জানান প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী। তিনি বলেন, বিশ্বে গাড়ি প্রস্তুতকারী অনেক নামি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে গাড়ি তৈরির মতো উদ্যোগ নেয়া আসলেই সাহসী সিদ্ধান্ত। এজন্য পিএইচপি ফ্যামিলিকে আন্তরিক সাধুবাদ জানাই।
সভাপতির বক্তব্যে দিনরাত কষ্ট করে তিন দিনের মোটরফেস্ট সাফল্যমন্ডিত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ। তিনি বলেন, এটি ৫ম বারের মতো মোটরফেস্ট। যে সাড়া পেয়েছি, তাতে আমরা আনন্দিত-অভিভূত। সবার সহযোগিতায় আগামীতে আরো বড় পরিসরে এ মেলা আয়োজনের ঘোষণা দেন তিনি।
মেলায় ব্র্যান্ডনিউ ২০২২ মডেলের প্রোটন পারসোনা সিগনেচার ভার্সন ছাড়াও প্রোটন সাগা এমসি ও বাংলাদেশের প্রথম টকিং কার মিনি এসইউভি এক্স-৫০, প্রোটন এক্স-৭০ এসইউভি প্রভৃতি প্রদর্শনের ব্যবস্থা ছিল। পিএইচপি প্রোটন ব্র্যান্ড ছাড়াও হ্যাভাল পিএফএসকে ও চেরি ব্র্যান্ডের গাড়িও ছিল মেলায়।
মোটর বাইকের মধ্যে পিএইচপি অটোমোবাইলসের বাইক ছাড়াও ইয়ামাহা, সুজুকি, জেএমই প্রভৃতি ব্র্যান্ড তাদের মোটরসাইকেল প্রদর্শণ ও বিক্রি করে। তাছাড়া বিভিন্ন লুব্রিকেন্ট ও অর্থলগ্নি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা ও দৈনিক পূর্বকোণ।