কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া ফিশিং ট্রলার এফভি মাগফিরাতের ৬ নাবিকসহ নিহত ৮ জনের পরিবারকে পৌনে ৩ কোটি টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছে র্যানকন গ্রুপ। গতকাল দুপুরে সদরঘাটে র্যানকন গ্রুপের ফিশিং ডিভিশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই অর্থ সহায়তার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে ডুবে যাওয়া ফিশিং ট্রলারের ক্যাপ্টেন মো. ফারুক বিন আব্দুল্লাহর স্ত্রী আরিফিন জাহানের হাতে ১ কোটি টাকার চেক তুলে দেন র্যানকন গ্রুপের কর্মকর্তারা।
এছাড়া চিফ অফিসার সাইফুল ইসলামের স্ত্রী আয়েশা আক্তারকে ৫০ লাখ টাকা, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলামের স্ত্রী ফেরদৌস বেগমকে ৫০ লাখ টাকা, সেইলর মো. আবুল বাশারের বাবা মুজিবুর রহমানকে ২০ লাখ টাকা, গ্রিজার প্রদীপ চৌধুরীর স্ত্রী মিনা চৌধুরীকে ২০ লাখ টাকা, ফিশ মাস্টার জহির উদ্দীনের স্ত্রী জোবায়দা আক্তারকে ২০ লাখ টাকা, আব্দুল মোতালেবের ছেলে রাকিবকে ৫ লাখ টাকা এবং ডক মাস্টার রহমত আলীর স্ত্রী রঙ বানুকে ১০ লাখ প্রদান করা হয়। নিহতদের পরিবারের অনেককে চাকরি এবং স্কুল পড়ুয়াদের দীর্ঘমেয়াদী বৃত্তি দেয়া হচ্ছে।
এর আগে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন র্যানকন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী, র্যানকন ওশিয়ানার পরিচালক রোমান রউফ চৌধুরী, র্যানকন হোল্ডিংয়ের ম্যানেজিং ডিরেক্টর ফারহানা করিম, বিভাগীয় পরিচালক মাশিদ রহমান, নির্বাহী পরিচালক তানভীর শাহরিয়ার রিমন, মার্কেন্টাইল মেরিন ডিভিশনের প্রিন্সিপল অফিসার গিয়াস উদ্দীন, মেরিন ফিশারিজ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, র্যানকন ওশিয়ানার জেনারেল ম্যানেজার তারেকুজ্জামান সরকার ও র্যানকন সি ফিশিংয়ের জেনারেল ম্যানেজার নাভিন আনোয়ার।
প্রসঙ্গত, গত ১১ অক্টোবর রাত ১টার দিকে কর্ণফুলী নদীর সি-রিসোর্সেস ডকইয়ার্ড ঘাটে প্রপেলার (পাখা) খুলে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লেগে র্যানকন গ্রুপের মালিকানাধীন এফবি মাগফেরাত ডুবে যায়।