টি-টোয়েন্টি বিশ্বকাপের ডামাঢোল বেজেছে আগেই। শেষ হয়ে গেছে প্রথম পর্বের খেলাও। আজ শনিবার মাঠে গড়িয়েছে মূল পর্ব তথা সুপার টুয়েলভের লড়াই। দ্বিতীয় পর্বের ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে গেলবারের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সংযুক্ত আরব আমিরাতে গত বছর ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে অসিরা। এবার সেই একই প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরের মাঠে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে অ্যারন ফিঞ্চের দল।
ঘরের মাঠ হওয়ায় স্বাভাবিকভাবেই ম্যাচটিতে ফেভারিট অস্ট্রেলিয়া। এ ছাড়া একটি পরিসংখ্যান ভীষণভাবে চোখ রাঙাছে নিউজিল্যান্ডকে। অসিদের বিপক্ষে তাদের মাঠে ২০১১ সালের পর থেকে কোনো ফরম্যাটেই জয় নেই কিউইদের! পরিসংখ্যানকে অবশ্য সীমানা দড়ির ওপারে রেখেই মাঠে নেমেছে দুই দল। এবার দুদলের লড়াই কেমন হয় সেটাই দেখার অপেক্ষা!
অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।
নিউজিল্যান্ড একাদশ: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাম্পম্যান, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লোকি ফার্গুসন, ইশ সোদি।