চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, আমি এই চট্টগ্রামের মন্ত্রী-এমপি-মেয়রসহ জনপ্রতিনিধিদের পরামর্শে চট্টগ্রামের সর্বত্র উন্নয়নের পরিকল্পনা করবো এবং বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করবো। তৃণমূলের জনপ্রতিনিধিদের মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করবো। তিনি বলেন, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নের সকল জনপ্রতিনিধিকে জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে হবে।
চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম গতকাল শুক্রবার নগরীর নাসিরাবাদস্থ বাসভবনে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বজন কুমার তালুকদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাতকালে এ সব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, মোঃ শহীদুল ইসলাম পিন্টু, রাইসুল ইসলাম চৌধুরী এমিল, আজম, উদ্দিন শামীম, মাসুম সরোয়ার, মুজিবুর রহমান, কামরুল হাসান, গিয়াস উদ্দিন, রাশেদুল করিম রাসু ও মো. জহুর প্রমুখ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।