ঐক্যবদ্ধ মুসলিম একটি সেতু সাদৃশ্য

সীরতুন্নবী (সা.) মাহফিলে বক্তারা

| শনিবার , ২২ অক্টোবর, ২০২২ at ১২:৩৯ অপরাহ্ণ

লোহাগাড়া চুনতীস্থ শাহ্‌ মনজিল সীরত ময়দানে ১৯ দিনব্যাপী ৫২ তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) এর ১৪তম দিনের অনুষ্ঠান গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বাদ জুমা অধিবেশনে ছদরে মাহফিল ছিলেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওালানা আ ন আতীক আহমদ ও বাদ মাগরিব অধিবেশনে ছদরে মাহফিল ছিলেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মাওলানা আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন। বিশেষ মেহমান ছিলেন ইসলামী চিন্তাবিদ ও গবেষক আহমুদুল ইসলাম চৌধুরী, চসিকের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। কালামে পাক থেকে তেলাওয়াত করেন তামজীদ আহমদ, তারেক মনোয়ার, মাওলানা এ কে এম হাবিবুন নুর, হিজবুল্লাহ আল মুজাহিদ। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন উসাইদুর রহমান, তামজীদুর রহমান, আবু সাদেক নোমান, তাহমিদুল ইসলাম, ফারহান হাসিন সিনান।

বাদ জুমা অধিবেশনে আলোচনা করেন বিজিবি ক্যাম্প সিকদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুর রহিম বশরী ও শাহজাদা মাওলানা ইমাম বায়হাকী (ইতামাম)। বাদ আছর অধিবেশনে ‘স্বেচ্ছাসেবা, ইসলাম ও তারুণ্য’ বিষয়ে আলোচনা করেন ঢবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. নিয়াজ আহমদ খান। বাদ মাগরিব অধিবেশনে ‘তাওবা এর গুরুত্ব, সময় ও নিয়মাবলী বর্ণনা’ বিষয়ে আলোচনা করেন পটিয়া জিরি আল জামিয়া ইসলামিয়ার মুহাদ্দিস মুফতি মাওলানা মুহাম্মদ শোয়াইব।

বাদ এশার অধিবেশনে ‘ইসলামের দৃষ্টিতে ঐক্যের প্রয়োজনীয়তা, অনৈক্যের কারণসমূহ ও পরিণতি’ বিষয়ে আলোচনা করেন চবি ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মাওলানা এনামুল হক ও ‘কিয়ামতের ময়দানে বিভিন্ন প্রকার শফায়াতের বর্ণনা’ বিষয়ে আলোচনা করেন খতিব মাওলানা নাছির উদ্দিন খাকী। বক্তারা বলেন, আলেমগণের মধ্যে বিভ্রান্তি নয়, ঐক্য চাই, ইসলামী শক্তিসমূহের মধ্যে বিদ্বেষ নয়, বন্ধুত্ব চাই, মুসলিম জাতি একটি সেতু সাদৃশ্য। ইসলামী আদর্শ তখনই বাস্তবায়িত হতে পারে যখন মুসলিমরা ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হবে। বিচ্ছিন্নতা তাদের মধ্যে কেবল ফিতনা ও বিপর্যয়ই সৃষ্টি করবে। মাহফিল সঞ্চালনা করেন চুনতি হাকিমিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিম।

পূর্ববর্তী নিবন্ধআজ বাকবিশিস-চট্টগ্রামের কৃতী শিক্ষক সংবর্ধনা
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর সমাধিতে মুনিরীয়া যুব তবলীগের দোয়া মাহফিল