পোর্ট কলোনিতে কিশোরীর লাশ উদ্ধার

‘ডিপ্রেশন থেকে আত্মহত্যা’

আজাদী প্রতিবেদন | শনিবার , ২২ অক্টোবর, ২০২২ at ৫:৫০ পূর্বাহ্ণ

নগরীতে আজফার মাহজাবিন (১৪) নামে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর তথ্য পাওয়া গেছে। গতকাল সকালে চারতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়া ওই কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। বন্দর থানাধীন পোর্ট কলোনির (বন্দর পূর্ব আবাসিক এলাকা) ৭ নং বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে। মাহজাবিন ওই এলাকার কামরুল আলমের একমাত্র মেয়ে। তিনি বন্দরে চাকরি করেন। পরিবার নিয়ে কলোনির চারতলা ভবনটিতে তারা থাকেন।

পুলিশ বলছে, অষ্টম শ্রেণি পড়ুয়া মাহজাবিন প্রতিদিন প্রাইভেট পড়তে যায়। প্রতিদিনের মতো গতকাল সকালেও প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। তবে প্রাইভেট পড়তে না গিয়ে সোজা বাসার চারতলার ছাদে উঠে যায় সে। পরে ছাদ থেকে লাফিয়ে পড়ে। শুক্রবার সকাল সোয়া আটটা থেকে সাড়ে আটটার মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর থানার পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।

দুপুর ১২টার দিকে কিশোরীর লাশ হাসপাতালে আনা হয় বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শহিদুল। হাসপাতালে ওই কিশোরীর পরিবারের কেউ সাংবাদিকের সাথে কথা বলতে রাজি হননি।

এটি আত্মহত্যার ঘটনা জানিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান আজাদীকে বলেন, ঘটনাটি অস্বাভাবিক হওয়ায় আমরাও গুরুত্বের সাথে নিয়ে তদন্ত করি। তবে প্রাথমিক তদন্তে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এটি আত্মহত্যা বলেই আমাদের ধারণা।

তদন্তে পাওয়া তথ্যের বরাতে ওসি বলেন, মেয়েটির বিভিন্ন জটিলতা ছিল। শারীরিক গ্রোথ ঠিকভাবে হয়নি। অষ্টম শ্রেণিতে পড়লেও শারীরিক গড়নে ছোট দেখাতো। মাইগ্রেনের সমস্যা ছিল, এ কারণে ঠিকমতো ক্লাস-প্রাইভেট পড়তে পারত না। সবমিলিয়ে মেয়েটি ডিপ্রেশনে ছিল। কদিন আগে তাকে মনোরোগ চিকিৎসক দেখানো হয় বলে পরিবার জানিয়েছে। মোটকথা ডিপ্রেশন (মানসিক অবসাদ) থেকেই মেয়েটি আত্মহত্যা করেছে বলে আমরা মনে করছি।

সিএমপি বন্দর জোনের এসি মাহমুদুল হাসান বলছেন, পরিবারে তেমন সমস্যা ছিল না। একমাত্র মেয়ে, তার শারীরিক বিভিন্ন সমস্যা। শারীরিক গড়ন ততটা বাড়েনি। মাইগ্রেনের সমস্যা ছিল। কিছুদিন আগে এপিন্ডিসাইটিসের অপারেশন হয়। মেয়েটির মাও ক্যান্সারে আক্রান্ত। আমরা সন্দেহজনক কিছু পাইনি। এরপরও লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৩৮ কিলোমিটার সড়ক প্রশস্ত করার কাজ চলছে
পরবর্তী নিবন্ধচিড়িয়াখানার নতুন অতিথি ক্যাঙারু ও লামা