চসিক স্বাস্থ্য বিভাগের ত্রৈমাসিক সমন্বয় সভা

| শুক্রবার , ২১ অক্টোবর, ২০২২ at ৭:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগের ‘ইপিআই ত্রৈমাসিক সমন্বয় সভা’ গতকাল বৃহস্পতিবার সকালে চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নগরীর ৪১টি ওয়ার্ডে চলমান ইপিআই কার্যক্রমে কভারেজ শতভাগ সফল করার লক্ষ্যে চসিক স্বাস্থ্য বিভাগ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে স্বাস্থ্য বিভাগে কর্মরত সকল জোনাল মেডিকেল অফিসার, ইপিআই টেশনিশিয়ান, স্বাস্থ্য সহকারী এবং বেসরকারি সংস্থা কর্মকর্র্তারা উপস্থিত ছিলেন।

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চেীধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, সেইভ দ্যা চিলড্রেনের কনসালটেন্ট ডা. বুশরা তাবাসুম, ইউনিসেফর কনসালটেন্ট ডা. প্রসূন রায়, ডেন্টিস্ট ডা. শাহনাজ আকতার ও ডা. পলাশ দাশ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোনাল মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্তী, ডা. মো. হাসান মুরাদ চৌধুরী, ড. সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে ও ডা. জুয়েল মহাজন প্রমুখ।

ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, সিটি মেয়র মো. রেজাউল করিম চেীধুরীর দিক নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিভাগের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিশেষ করে দৈনন্দিন রুটিন টিকাদান কর্মসূচি জোরদার ও ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শতভাগ অর্জনের লক্ষ্যে কাজ করা হয়। তিনি বলেন, সম্প্রতি সারা দেশের ন্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ জনগন আতঙ্কিত হয়েছেন। আমরা তাদের আস্বস্থ্য করছি আতঙ্কিত হওয়ার কিছু নেই। বর্তমানে ডেঙ্গু মশার বিস্তার রোধে সকলকে সচেতন হতে হবে এবং মশারি ব্যবহার করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচার ভবন মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধইয়াবা ও নগদ টাকাসহ ৭ মাদক পাচারকারী আটক