চার ভবন মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা

এডিস মশার বিস্তার রোধে চসিকের অভিযান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ অক্টোবর, ২০২২ at ৭:০৫ পূর্বাহ্ণ

ডেঙ্গু রোগ প্রতিরোধে বিভিন্ন বাসা বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে এডিস মশার জন্মস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করার লক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় চান্দগাঁও আবাসিক এলাকায় দুইটি নির্মাণাধীন ভবনে ও দুইটি বাড়ির ছাদ বাগানে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ৪ ভবন মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এতে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চান্দগাঁও থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন। একই অভিযানে চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে চান্দগাঁও ওয়ার্ডের পাঠানিয়া গোদাস্থ বাচাঁ মিয়া মিস্ত্রির বাড়ির রাস্তার জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তাটি অবৈধ দখলমুক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা মোখতার আহমদ স্মরণসভা কাল
পরবর্তী নিবন্ধচসিক স্বাস্থ্য বিভাগের ত্রৈমাসিক সমন্বয় সভা