সাউদার্ন ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ফুটবলের দ্বিতীয় রাউন্ড সম্পন্ন

| শুক্রবার , ২১ অক্টোবর, ২০২২ at ৬:৪২ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ফুটবল লিগের ২য় রাউন্ড সম্পন্ন হয়েছে। গতকাল বৃহষ্পতিবার সাউদার্ন ইউনিভার্সিটি স্পোর্টস গ্রাউন্ডে ২য় রাউন্ডের ৪র্থ অর্থাৎ শেষ ম্যাচে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ৩-০ গোলে ফার্মেসি বিভাগকে পরাজিত করে। বিজয়ী দলের রাকিব দু’টি এবং সুকেল মার্মা অপর গোলটি করেন। এর আগে বুধবার অনুষ্ঠিত ম্যাচে আইন বিভাগ ২-১ গোলে ইংরেজি বিভাগকে পরাজিত করে। আইন বিভাগের ইফতেখার ও আব্বাস এবং ইংরেজি বিভাগের রোহান গোল করেন।

২য় রাউন্ডের খেলা শেষে কম্পিউটার সাইয়েন্স ও ব্যবসায় প্রশাসন বিভাগ পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে। দুই খেলা শেষে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ৪, ইংরেজি ও আইন বিভাগ ৩ পয়েন্ট করে এবং এইচটিএম ১পয়েন্ট পেয়েছে।

নিজেদের দু’টি ম্যাচেই পরাজিত হওয়ায় ফার্মেসি বিভাগ ও ট্রিপল ই এখনো কোন পয়েন্ট পায়নি। এদিকে, অনিবার্য কারণে সাউদার্ন ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ফুটবল লিগের বাকী খেলাগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহকি আম্পায়ার্স কোর্স সম্পন্ন
পরবর্তী নিবন্ধকঠিন স্বপ্নের পথে ধীরে এগুতে চান শ্রীরাম