নিজেকে কিংবদন্তি ভাবেন না আসাদুজ্জামান নূর

| শুক্রবার , ২১ অক্টোবর, ২০২২ at ৬:৩৭ পূর্বাহ্ণ

নিজেকে কিংবদন্তি অভিনেতা ভাবেন না আসাদুজ্জামান নূর, ভাবেননি কোনোদিনও। অভিনয়ে কমিয়ে রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়ায় নিজের অভিনয় দক্ষতা পাচ্ছে বলেও জানালেন তিনি। রাজনৈতিক ব্যক্তিত্ব শাজাহান খানের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। খ ম খুরশীদের পরিচালনায় এতে অভিনয় করবেন আসাদুজ্জামান নূর, নিরব, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির মহরত ও সংবাদ সম্মেলন। খবর বাংলানিউজের।

সেখানে আসাদুজ্জামান নূর বলেন, আমরা যারা রাজনীতিতে যুক্ত হয়েছি, আমাদের ব্যক্তিগত জীবনটি তেমন নির্ঝঞ্ঝাট নয়। যে কারণে হয়তো আমি অভিনয় অনেক কম করি বা করি না বললেই চলে। দীর্ঘদিন অভিনয় না করার ফলে, যেটা বলা হয় অনভ্যাসে বিদ্যা হ্রাস পায়। আমারও বিদ্যা হ্রাস পেয়েছে। এতে কোনো সন্দেহ নেই। নূর আরো জানান, আগে যেমন নিয়মিত অভিনয় করতাম, সেই সময়কার দক্ষতা এখন অনেকটাই হারিয়ে গেছে। তবুও আমার সবটুকু চেষ্টা করবো।

বৃহস্পতিবার সিনেমার সংবাদ সম্মেলনে সঞ্চালক থেকে শুরু করে বিভিন্ন বক্তা আসাদুজ্জামান নূরকে কিংবদন্তি শিল্পী হিসেবে আখ্যায়িত করেন। নিজের নামের সঙ্গে এই শব্দে আপত্তি জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধমহরতের পর নায়িকা জানালেন ‘করছি না’!
পরবর্তী নিবন্ধবন্ধ হয়ে গেলো সৌরভের সিনেমার কাজ