হাটহাজারীর সরকারহাট বাজারে জনদুর্ভোগ লাঘবে পরিচালিত অভিযানে সরকারহাট হতে নাঙ্গলমোড়ামুখী সড়কে ফুটপাত দখল করায় ২২ দোকানিকে ১১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ গরুর মাংসের দোকানে মূল্যতালিকা সংরক্ষণ না করায় দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা এবং জন্মনিবন্ধন ফরম পূরণ করে অতিরিক্ত অর্থ আদায়ের কারণে এক কম্পিউটার দোকানিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
আফ্রিকান মাগুর বিক্রয়কালে এক ব্যবসায়ীকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এ ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সবমিলিয়ে ২৬ মামলায় ২৬ জন অভিযুক্তকে মোট ২২ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলমের নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি, ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন খান সুমন।
অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানার পুলিশ।