চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার মোট লেনদেন হয়েছে ১৭.৮১ কোটি টাকা। মোট ৫,২৯৪টি লেনদেনের মাধ্যমে মোট ৩৫.৫৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৩.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৮২০.৭৪ পয়েন্টে।
সিএসই-৫০ সূচক ২.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩৫৭.৬০-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৪.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২১৪.৮৩ পয়েন্টে।
সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ২৬.১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২,৬৬৪.৪৮ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫১,১৪৭.৩৩ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪০৮,১০৫.৪২ কোটি টাকায়। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১২টির। এর মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ৫৭টির আর অপরিবর্তিত রয়েছে ৯৭টির।