কর্ণফুলী শিপ বিল্ডার্সের সহযোগী প্রতিষ্ঠান কর্ণফুলী কোল্ড স্টোরেজ কর্তৃক কর্ণফুলী নদী ও পাশের একটি খালের অংশ ভরাটের অভিযোগের বিষয়ে এবার সরেজমিন গিয়ে পরিদর্শন করেছেন আগ্রাবাদ সার্কেলের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট গালিব চৌধুরী। গতকাল বুধবার বিকেলে পরিদর্শনে গিয়ে তিনি প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সাথে কথা বলেন।
এ সময় কর্মকর্তারা অবৈধভাবে নদী ও খালের অংশ ভরাটের কথা স্বীকার করে আগের অবস্থানে ফিরিয়ে নেবেন মর্মে ম্যাজিস্ট্রেটর কাছে অঙ্গীকার করেন। ম্যাজিস্ট্র্যাট গালিব চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে কর্ণফুলী কোল্ড স্টোরেজ পরিদর্শন করেছি। না বুঝে তারা নদী ও খালের কিছু অংশ ভরাট করেছেন। যা তারা শিগগির অপসারণ করবে বলে কথা দেন। তিনি বলেন, আমরা যা দেখেছি তা আমাদের ঊর্ধতন কর্তৃপক্ষকে প্রতিবেদন আকারে জমা দেব।
সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসক নদী ভরাট বন্ধ ও তা উচ্ছেদ করার বিষয়টি সরাসরি তদারকি করছেন। নদী দখল ও ভরাটকারীদের অবশ্যই উচ্ছেদ করা হবে। চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের অনুসন্ধানে দেখা যায়, ২০২০ ফেব্রুয়ারিতে কর্ণফুলীর কোল্ড স্টোরেজ ঘাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তৎকালীন জেলা প্রশাসক ইলিয়াস হোসেন সীমানা নির্ধারণ করে সাইন বোর্ড স্থাপন করেছিলেন।
সাইন বোর্ড থেকে আরো দুই শতাধিক মিটার নদীর অংশে স্থায়ী ঘাট নির্মাণ করছে কর্ণফুলী কোল্ড স্টোরেজ। চাক্তাই খালের মোহনাস্থ ফিশারি ঘাট এলাকা থেকে নদী খননকৃত পলিথিন মিশ্রিত মাটি এনে নদী ভরাট করে স্থায়ী ঘাট নির্মাণ করা হচ্ছে। উল্লেখ্য, গত মঙ্গলবার অভিযোগ বিষয়ে আগ্রাবাদ ভূমি অফিসের তহসিল অফিসার কর্ণফুলী কোল্ড স্টোরেজ পরিদর্শন করেছিলেন।