রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রের ৩০% ধ্বংস: জেলেনস্কি

| বুধবার , ১৯ অক্টোবর, ২০২২ at ১১:০০ পূর্বাহ্ণ

ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবার হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে রাজধানী কিয়েভসহ অন্যান্য কয়েকটি নগরীতে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মঙ্গলবার এক টুইটে বলেছেন, গত ৮ দিনের রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৩০ শতাংশই ধ্বংস হয়ে গেছে। এতে দেশ জুড়ে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। রাজধানী কিয়েভে হামলায় দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছেন কৌঁসুলিরা। নিপ্রো নদীর কাছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। কিয়েভের পশ্চিমে ঝাইতোমিরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। খবর বিডিনিউজের।

নিপ্রোতে দুটি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভে আত্মঘাতী কামিকাজে ড্রোন হামলার ২৪ ঘণ্টার মধ্যে সর্বসামপ্রতিক হামলার ঘটনাগুলো ঘটেছে। ইরানের কামিকাজে ড্রোন দিয়ে রাশিয়ার চালানো হামলায় রাজধানীতে অন্তত ৫ জন এবং উত্তরের সুমিনগরীতে চারজন নিহত হয়েছে। গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা হওয়ায় শত শত শহর এবং গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ইউক্রেনের জ্বালানি ফার্ম ডিটিইকে জানিয়েছে, তাদের দুটো থারমাল পাওয়ার প্ল্যান্ট রাশিয়ার হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার এক কর্মী নিহত হয়েছে এবং আরও ৬ কর্মী আহত হয়েছে। রাশিয়া সমপ্রতি কয়েক সপ্তাহে সম্মুখসারির যুদ্ধক্ষেত্র থেকে দূরের নগরীগুলোর বিদ্যুৎকেন্দ্রের ওপর হামলা জোরদার করেছে। সেগুলো দ্রুত মেরামতের চেষ্টা করে আসছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। তবে শীতের আগে এমন হামলার কারণে বিদ্যুৎকেন্দ্র কতটা সচল রাখা যাবে, তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কার শেহান করুণাতিলকের উপন্যাস জিতল বুকার
পরবর্তী নিবন্ধখাতুনগঞ্জে ছুরিকাঘাতে আহত শ্রমিকের মৃত্যু, ধর্মঘট অব্যাহত