সিএসইতে লেনদেন ৪১.৬৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ১৯ অক্টোবর, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার মোট লেনদেন ৪১.৬৫ কোটি টাকা। ৫,০৬৫ টি লেনদেনের মাধ্যমে মোট ৮০.৬৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪১.১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৮৫৪.১৭ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ০.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩৬০.০৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স-এর ৩.১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২১৯.৩২ পয়েন্টে।

সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ২৭.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে গতকাল ২,৬৩৮.৭৬ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫১,৯৭১.৩২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪০৮,১০৫.৪২ ছেকাটি টাকায়। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩৬ টির, কমেছে ৮০ টির আর অপরিবর্তিত রয়েছে ৮৪ টির।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় যুব হকি প্রতিযোগিতার আঞ্চলিক চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিভাগ
পরবর্তী নিবন্ধবিলকিস বানুর ধর্ষকদের মুক্তি অনুমোদনে ২ সপ্তাহও নেয়নি বিজেপি সরকার