বাংলাদেশ শিশু সাহিত্য একাডেমির উদ্যোগে পাঁচ দিনব্যাপী শেখ রাসেল ছোটদের বইমেলা ও শিশু সাহিত্য উৎসবের পঞ্চম দিনে শেখ রাসেল দিবসের আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী গতকাল মঙ্গলবার বিকালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি ভবনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়েশা খান এমপি।
অনুষ্ঠানে তিনি বলেন, মানবিক চেতনাসম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক হত্যাকাণ্ডের শোককে হৃদয়ে ধারণ করে। এই দেশের আর কোন শিশুকে যেন অকালে ঝরে যেতে না হয়। আর যেন কোন শিশু হারিয়ে না যায়। এজন্য সরকারের পাশাপাশি আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। শিশুদের জন্য একটি নিরাপদ, অসাম্প্রদায়িক, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে রাজনীতিক, সাংস্কৃতিক, সামাজিক কর্মীসহ সংশ্লিষ্ট সকলকে ভূমিকা রাখতে হবে। এর মধ্য দিয়ে শহীদ শেখ রাসেল নামের এক অতৃপ্ত অধিকার বঞ্চিত আত্মা শান্তি পাবে।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সেলিনা আক্তারের সভাপতিত্বে ও আয়েশা হক শিমুর সঞ্চালনায় আলোচনায় কবি ও গবেষক অভীক ওসমান, প্রফেসর সালমা রহমান, দিলরুবা আক্তার চৌধুরী, কবি ও শিশু সাহিত্যিক শেলী সেনগুপ্তা, এটিএম শহীদুল্লাহ শহীদ, প্রফেসর রীতা দত্ত, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, আবদুল আজিজ, মো. মাজহারুল হক অংশ নেন। আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন শিশু সাহিত্যিক রাশেদ রউফ।
অনুষ্ঠানের সমাপনী পর্বে ছড়া ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। উৎপল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে এই পর্বে সজল দাশ, স্মরণিকা চৌধুরী, সমীরণ বড়ুয়া, সরওয়ার আরমান, সরওয়ার কামাল পাশা, স্মরণিকা চৌধুরী, সাইফুদ্দিন আহমেদ সাকী, সাইফুল্লাহ কায়সার, সালাম সৌরভ, সুপলাল বড়ুয়া, সুবর্ণা দাশ মুনমুন, সুমি ভট্টাচার্য, সুমি দাশ, সেলিম তালুকদার আকাশ প্রমুখ অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।