প্রথমবারের মতো পুটিয়া প্রাইভেট মাদরাসা এসোসিয়েশন বাইতুল কোরআন রেশনের যৌথ উদ্যোগে ১ম হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২২ সম্পন্ন হয়েছে। গত শনিবার সকাল ৮টা থেকে এই হিজবুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদেরকে পটিয়া প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশনের পক্ষ থেকে সনদ প্রদান করা হয়।
হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নেয় ৪৪টি প্রাইভেট মাদ্রাসার মোট ১৯৯ জন শিক্ষার্থী। প্রথম গ্রুপে অংশগ্রহণ করেন ১১৯ জন, দ্বিতীয় গ্রুপে অংশগ্রহণ করেন ৮০ জন এবং দুই গ্রুপ থেকে ৪৭ জন করে মেধাতালিকায় উত্তীর্ণ হয়। মেধাতালিকার প্রতিযোগীদের বিশেষ পুরস্কারসহ সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামিয়া পটিয়ার ভাইস প্রিন্সিপাল আবু তাহের নদবী এবং জামিয়া সিনিয়র মুহাদ্দিস জাকারিয়া আজহারী। হিফজুল কোরআন প্রতিযোগিতার পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হোসাইন কাসেমী, মাওলানা রহমতুল্লাহ, মাওলানা সরোয়ার হোসেন, হাফেজ মাওলানা মহসিন। প্রেস বিজ্ঞপ্তি।