প্রজাপতি খোকা ও পাতাবাহার

আবুল কালাম বেলাল | বুধবার , ১৯ অক্টোবর, ২০২২ at ১০:৩৪ পূর্বাহ্ণ

প্রজাপতি প্রজাপতি কোথায় উড়াল দাও
আমার বুকে একটু রঙিন আদর দিয়ে যাও।
ঘুরবো কত পিছে পিছে পাইনা নাগাল, চাই-
আঁকতে প্রিয় দেশ ও মাকে রংটা যদি পাই।

রং পেতে চাও? কী রং নেবে? নীল?
ঘর ছেড়ে আর বাইরে এসে করো না পিলপিল।
রঙের পাখি ফুলের সাথি ফুল ফোটাতে যাই
ফিরেই দেবো ভালোবাসার রঙটা যেমন চাই।

আড়াল থেকে পাতাবাহার কৌতূহলী মন-
লাগিয়ে শোনে প্রজাপতি খোকার আলাপন।
বলল, ‘মজা করে আঁকার খেলবে খেলা কে’?
গন্ধ মৌ নেই আমার আছে রঙের মেলা- নে,

দেশকে আঁকো মাকে আঁকো ছড়াও প্রীতি লাল
ইচ্ছেমত মনকে করো আনন্দ সকাল।
যে ছেলেটা যে মেয়েটা পড়ায় হাঁপায় খুব
ভালোলাগার পরশ দিও স্বপ্নতে দিক ডুব।

উড়াল দিতে পারিনা তাই, রোদ্দুরে যাই খেলে
মাটির সাথে গল্প করি সকালে বিকেলে।
আমার দেবার আর কী আছে পাতায় রং আলপনা
প্রাণে প্রাণে শ্বাস ছড়ানোই আমার আরাধনা।

একটু আদর একটা মনের আশায় জেগে রই,
পেলেই হতাম প্রজাপতি, পাতাবাহার নই।

পূর্ববর্তী নিবন্ধপ্রিয় রাসেল
পরবর্তী নিবন্ধরাসেল সোনা ফিরে আয়