দোয়েল কোকিল ময়না টিয়ে পাখি
আমি ওদের রাসেল বলেই ডাকি
ওরা যখন আকাশ বুকে উড়ে
রাসেল কী আর থাকতে পারে দূরে?
গাছের শাখায় পুষ্প যখন ফোটে
রাসেল যেন মুচকি হেসে ওঠে
কেউ না জানুক সূর্য ঠিকই জানে
রাসেল ফিরে বাংলা মায়ের টানে।
নদী যখন ছুটে ভাটির দেশে
রাসেল আসে স্নিগ্ধ ঋতুর বেশে
হালকা শিশির ছুঁয়ে দিলে ঘাসে
রাসেল সোনা খিলখিলিয়ে হাসে।
রাসেল ফিরে মোরগ ডাকা ভোরে
চুপটি করে দাঁড়ায় এসে দোরে
রাসেল ফিরে কবিতা আর গানে
রাসেল আছে, থাকবে সদা প্রাণে।