সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সড়ক আইন বাস্তবায়ন এখন সময়ে দাবি। সড়ক আইন বাস্তবায়নে সরকারের সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে যাত্রী-চালক ও পথচারিকেও আইন মানতে হবে। তাহলেই সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব হবে।
সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) মহানগর কমিটির নেতৃবৃন্দ এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
গত ১৭ অক্টোবর নিরাপদ সড়ক চাই (নিসচা) মহানগর কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নিসচা নগর কমিটির সহ-সভাপতি ও ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন মো. হাকিম আলী, সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব, আরশাদ উর রহমান, মোহাম্মদ এনাম, রেজাউল করিম রিটন। এ সময় জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নে আমাদের সকলকেই আন্তরিক হতে হবে। এককভাবে কোনো একটি পক্ষ এ কাজটি করার সম্ভব নয়। সবার সম্মিলিত প্রয়াস থাকতে হবে। তাহলেই সড়ক দুর্ঘটনা কমবে। প্রেস বিজ্ঞপ্তি।