চেঙ্গী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ১৯ অক্টোবর, ২০২২ at ১০:২৯ পূর্বাহ্ণ

রাঙামাটির নানিয়ারচরের চেঙ্গী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমানের নেতৃত্বে গতকাল মঙ্গলবার বুড়িঘাটের মংখোলা, নিচপুলি পাড়া এলাকার চেঙ্গী নদীতে এ অভিযান চালানো হয়েছে।

জানা গেছে পুলিশ, আনসার সদস্যদের সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। বুড়িঘাট ইউনিয়নের নিচপুলি পাড়া,মংখোলা এলাকার চেঙ্গী নদীতে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ঘটনাস্থল থেকে ১টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান বলেন, পরিবেশ ও সম্পদ রক্ষায় আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে। নানিয়ারচরে অবৈধ ড্রেজার ও বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমামলা-হামলা করে আন্দোলন স্তব্ধ করা যাবে না : শাহাদাত
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড উপকূল থেকে তরুণের লাশ উদ্ধার