চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই তিন পুলিশ সুপারকে অবসরে পাঠিয়েছে সরকার।
তথ্য সচিব মকবুল হোসেনকে অবসর পাঠানো নিয়ে আলোচনার মধ্যেই আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ তিন এসপিকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপন জারি হলো।
এই তিন এসপি হলেন বিসিএস ১২ ব্যাচের কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী ও দেলোয়ার হোসেন মিয়া এবং ১৫ ব্যাচের কর্মকর্তা মীর্জা আব্দুল্লাহেল বাকী।
মুহাম্মদ শহীদুল্ল্যাহ পুলিশ সদর দপ্তরের টিআর শাখায় কর্মরত। দেলোয়ার ও আবদুল্লাহেল বাকীর কর্মস্থল সিআইডি।
তাদের অবসরে পাঠানোর কোনো কারণ উল্লেখ করা হয়নি প্রজ্ঞাপনে। তিনজনের জন্য আলাদা আলাদা প্রজ্ঞাপনে একই ভাষায় বলা হয়েছে- “সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো”।
চলতি বছর পুলিশের সর্বশেষ পদোন্নতিতে বিসিএস ২৮ ব্যাচের কর্মকর্তারা এসপি হয়েছেন, ২৪ ব্যাচ থেকে অতিরিক্ত ডিআইজি হয়েছেন।
তবে ১২ ও ১৫ ব্যাচের এই তিন কর্মকর্তার পদোন্নতি দীর্ঘদিন ধরেই আটকে ছিল।
মেয়াদ পূর্ণ হওয়ার আগেই গত রবিবার তথ্য সচিব মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।