মা ও শিশু হাসপাতালে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণদের শপথ অনুষ্ঠান

| মঙ্গলবার , ১৮ অক্টোবর, ২০২২ at ৫:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে অধ্যক্ষ এ. এস. এম. মোস্তাক আহমেদের সভাপতিত্বে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণদের শপথ অনুষ্ঠান গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মো. মোরশেদ হোসাইন। বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মো. রেজাউল করিম আজাদ, ডা. কামরুন নাহার দস্তগীর, মো. সাগির, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার
বড়ুয়া, ডা. মো. নূরুল হক, অধ্যাপক ডা. সিরাজুন নুর, অধ্যাপক ডা. রজত সঙ্কর রায় বিশ্বাস, ডা. এ কে.এম. আশরাফুল করিম। অনুষ্ঠানে অধ্যাপক ডা. চিন্ময় বৈদ্যের উপস্থাপনায় এম.বি.বি.এস পরীক্ষায় উত্তীর্ণ ৭২ জন শপথ গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবির সাবেক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা দায়ের
পরবর্তী নিবন্ধ১০ ট্রাক অস্ত্র মামলার আপিল শুনানি ৩ জানুয়ারি