‘মহাত্মা লালন অমর হন’ এই শিরোনামে জাতীয় সমাজতান্ত্রিক দল সিআরবি চত্বরে গতকাল সোমবার লালন মেলার আয়োজন করে। জাসদ নেতা আ.ত.ম জাফরুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল। লেখক আলমের সঞ্চালনায় এতে মূখ্য আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন বেলায়েত হোসেন, বনবিহারী চক্রবর্তী, এস এম গোলাম নিজামী, নান্টু বড়ুয়া, মোরশেদুল আলম। সঙ্গীত পরিবেশন করেন হাসান জাহাঙ্গীর, নারায়ন দাস, শিল্পী মারমা, নিতু দাস। বক্তারা বলেন, লালন ছিলেন জাত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে মানবতাবাদি মানুষ। তিনি সবকিছুর ঊর্ধ্বে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।