এডিস মশার উৎস পাওয়ায় এবং রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে পথচারীর চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে নগরে আট ব্যক্তিকে ৬১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এত নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।
অভিযানে অংশ নেয়া চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম দৈনিক আজাদীকে বলেন, পাঁচলাইশ আবাসিক এলাকা ও আমিরবাগ আবাসিক এলাকায় ডেঙ্গুর বংশ বিস্তার প্রতিরোধে বিভিন্ন বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এ সময় তিনটি নির্মাণাধীন ভবনের নিচে ও তিনটি বাড়ির ছাদ বাগানে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস খুঁজে পাওয়ায় ভবন মালিকদের বিরুদ্ধে মামলা করে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে রহমান নগর আবাসিক এলাকায় সড়ক দখল করে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।