চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত শেখ কামাল কাপ চট্টগ্রাম বিভাগীয় হ্যান্ডবল প্রতিযোগিতা গতকাল সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেঙ মাঠে শুরু হয়েছে প্রতিযোগিতার উদ্বোধনী দিনে সাতটি খেলা সম্পন্ন হয়েছে। দিনের প্রথম ম্যাচে বান্দরবান জেলা ৩৫-২০ গোলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে খাগড়াছড়ি জেলা দল ১১-৮ গোলে ফেনী জেলা দলকে পরাজিত করে। তৃতীয় ম্যাচে চট্টগ্রাম জেলা ২৭-২ গোলে চাঁদপুর জেলা দলকে, চতুর্থ ম্যাচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল ২৩-৫ গোলে কঙবাজার জেলা দলকে পরাজিত করে। দিনের পঞ্চম ম্যাচে বান্দরবান জেলা দল ১৮-২ গোলে কঙবাজার জেলা দলকে, ষষ্ট ম্যাচে চট্টগ্রাম জেলা দল ২৩-৬ গোলে ফেনী জেলা দলকে এবং দিনের সপ্তম ও শেষ ম্যাচে খাগড়াছড়ি জেলা দল ৭-৬ গোলে চাঁদপুর জেলা দলকে পরাজিত করে।
গতকাল বিকেলে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মো. আশরাফ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি আ.ন.ম. ওয়াহিদ দুলাল এবং সিজেকেএস কার্যনির্বাহী সদস্য ও হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান সৈয়দ আবুল বশর। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, কোষাধ্যক্ষ নোমান আল মাহমুদ, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শর্মিষ্ঠা রায়, জাতীয় ক্রীড়া পরিষদের উপ-পরিচালক মো. আসলাম হোসেন খান, হ্যান্ডবল ফেডারেশনের সদস্য থুই সিং প্রু, টুর্নামেন্টের সমন্বয়কারী কল্লোল দাশ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আসলাম মোর্শেদ। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন বলেন, শেখ কামাল একজন সফল ক্রীড়াবিদ, ক্রীড়ানুরাগী ও ক্রীড়া সংগঠক। তাঁর নামে এই প্রতিযোগিতার নামকরণটি যথাযথ হয়েছে। তিনি উপস্থিত কর্মকর্তা, খেলোয়াড়সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।