পোর্ট সিটি ভার্সিটির সিন্ডিকেট সভা

| সোমবার , ১৭ অক্টোবর, ২০২২ at ৫:১০ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল রোববার ৩১ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় একাডেমিক কাউন্সিলের সূপারিশকৃত সকল প্রোগ্রামের সামার-২০২২ সেশনের চূড়ান্ত ফলাফল অনুমোদন দেয়া হয় এবং বিবিএ, এমবিএ, ফ্যাশন ডিজাইন, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেঙটাইল ইঞ্জিনিয়ারিং, সিএসই, এমসিই, ইইই, ইংরেজি অনার্স, মাস্টার্স, এলএলবি, এলএলএম, জার্নালিজম মাস্টার্স প্রোগ্রামে মোট ৯৭৫ জন শিক্ষার্থীকে ডিগ্রী প্রদানের অনুমোদন দেয়া হয়। এছাড়া চারটি বিভাগে নবনিযুক্ত ১১ জন শিক্ষকের নিয়োগ, ছয়টি বিভাগে ১০ জন শিক্ষকের পদোন্নতি, পাঁচটি বিভাগে ১৩ জন শিক্ষকের চাকুরি স্থায়ীকরণ, দুই জন শিক্ষকের শিক্ষা ছুটি অনুমোদন দেয়া হয়। সভায় সামার ট্রাইমেস্টারে মোট ৩২৩ জন শিক্ষার্থীকে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠী, মেধাভিত্তিক, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, খেলোয়ার ও অন্যান্য কোটায় এক কোটি ছাপান্ন লক্ষ নয় হাজার দুইশত চুয়াত্তর টাকার বৃত্তি প্রদানের বিষয় সভায় অনুমোদন দেয়া হয়। এছাড়াও ফল-২০২২ ট্রাইমেস্টারে ৮৩ জন শিক্ষার্থীকে দুই লক্ষ তিরাশি হাজার টাকার রত্নগর্ভা বেগম আশ্রাফুন্নেসা বৃত্তি প্রদানের বিষয়টি সভায় অনুমোদিত হয়।
এছাড়াও স্প্রিং ট্রাইমেস্টারে ফলাফলের ভিত্তিতে ১৮৮ জন শিক্ষার্থীদের আট লক্ষ বিশ হাজার তিনশত একষট্টি টাকা মেধাবৃত্তি প্রদান এবং সামার ট্রাইমেস্টারে ৭৪ জন গরীব শিক্ষার্থীদের দুই লক্ষ ছিয়াত্তর হাজার সাতশত নয় টাকা বৃত্তি প্রদানের বিষয়টি সভায় অনুমোদিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, সিন্ডিকেট সদস্য ডা. সৈয়দ ইমামুল হোসেন সহ সিন্ডিকেটের অন্যান্য সদস্য বৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি ।

পূর্ববর্তী নিবন্ধআগামী নির্বাচনে কৃষকদের সংগঠিত করে স্বাধীনতা বিরোধীদের পরাস্ত করতে হবে
পরবর্তী নিবন্ধমহানবীর (সা.) সুন্নত পরিপালনই দু’জাহানের মুক্তির পথ