চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং পোলার আইসক্রিম এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত শেখ কামাল কাপ চট্টগ্রাম বিভাগীয় হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ। বিকেলে সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেঙ মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মো. আশরাফ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। এবারের প্রতিযোগিতায় ৭টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হচ্ছে চট্টগ্রাম, চাঁদপুর, খাগড়াছড়ি, কঙবাজার, ফেনী, বান্দরবান জেলা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল সমূহের খেলোয়াড় কর্মকর্তাদের আবাসন, খাবারসহ সকল সুযোগ সুবিধা প্রদান করছে আয়োজক চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতার বাজেট ধরা হয়েছে ৩ লক্ষ টাকা। টাইটেল স্পন্সর পোলার আইসক্রিম ১ লক্ষ টাকা প্রদান করবে। বাকি টাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা সংস্থান করবে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামস্থ বিভাগীয় ক্রীড়া সংস্থা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন তথ্যাদি তুলে ধরেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজউদ্দিন মো. আলমগীর।