খুলশীতে তিন ভবন মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা

ছাদবাগানে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানি

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৭ অক্টোবর, ২০২২ at ৪:৫৩ পূর্বাহ্ণ

নগরের খুলশী হিলস আবাসিক এলাকায় ছাদবাগানে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় তিন ভবন মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সংস্থাটির র্নিবাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
অভিযানে অংশ নেয়া চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম দৈনিক আজাদীকে বলেন, ডেঙ্গু রোগ প্রতিরোধে বিভিন্ন বাড়ির ছাদ বাগান পরিদর্শন করা হয়। এ সময় তিন ভবনে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়া গেছে। এসব ভবনের মালিকের বিরুদ্ধে মামলা করে জরিমানা আদায় করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে উচ্ছেদ করা জায়গা পুনরায় দখল হচ্ছে
পরবর্তী নিবন্ধগুলিবিদ্ধ মীরসরাইয়ের পৌর মেয়রকে ঢাকায় স্থানান্তর