সারা দেশে আজ থেকে বিক্রি শুরু হচ্ছে সরকারি বিপণন সংস্থা টিসিবির পণ্য। ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি হবে এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে। এবার তেল, চিনি ও ডালের পাশাপাশি পেঁয়াজও মিলবে সুলভ মূল্যে।
বিডিনিউজের খবর থেকে জানা যায়, এ দিন ঢাকার মোহাম্মদপুর এলাকায় প্রধানমন্ত্রী কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব তোফাজ্জল হোসেন মিয়া এ বিপণন কাজ উদ্বোধন করবেন বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে টিসিবি।
এতে বলা হয়, সারা দেশে অক্টোবর মাসের বিপণন কার্যক্রম ১৭ অগাস্ট শুরু হবে। ডিলারদের নির্ধারিত স্থান বা দোকান থেকে এই বিপণন কাজ পরিচালিত হবে। প্রত্যেক কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ২২০ টাকায় ২ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
এর আগে গত সেপ্টেম্বরে টিসিবি নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, ডাল সরবরাহ করলেও পেঁয়াজ বিপণন করেনি। তখনকার তুলনায় এবার ২ লিটার সয়াবিনের দাম কমেছে ২০৫ টাকা। আর মসুর, চিনির দাম অপরিবর্তিত থাকছে।