ঢাকার জাতীয় কিডনি ইনস্টিটিউট ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা সচল রাখতে জোর চেষ্টা চলছে। সরকারের কাছ থেকে বকেয়া পাওনা না পাওয়ায় সেবাদানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুই হাসপাতালে একযোগে কিডনি ডায়ালাইসিস সেবা বন্ধের আল্টিমেটাম দেয়ার পর স্বাস্থ্য বিভাগের এ প্রচেষ্টা দৃশ্যমান হয়েছে। শনিবার দেয়া এক চিঠিতে ১৭ বা ১৮ অক্টোবরের পর যেকোনো মুহূর্তে ডায়ালাইসিস সেবা বন্ধ হয়ে যেতে পারে বলে জানায় সেবাদানকারী ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডর মেডিকেইডস (প্রা.) লিমিটেড। এ নিয়ে গতকাল আজাদীতে ‘পাওনা বকেয়া, ডায়ালাইসিস সেবা বন্ধের আল্টিমেটাম’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর এ নিয়ে তোড়জোড় শুরু হয়।
বিষয়টি নিয়ে গতকালই স্যান্ডরের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. আহমেদুল কবীর। এ তথ্য নিশ্চিত করে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান আজাদীকে বলেন, বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আমাদের মূল চাওয়া, রোগীরা কোনোভাবেই যাতে দুর্ভোগে না পড়েন। এজন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চিঠি পাওয়ার পরপরই সেটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মহোদয় স্যান্ডরের এমডির সাথে কথা বলেছেন। বকেয়া বিল দ্রুত ছাড়করণের বিষয়ে আশ্বাস দিয়েছেন। যতটুকু জেনেছি, তারাও (স্যান্ডর) অনেকটা আশ্বস্ত হয়েছেন। মোট কথা, ডায়ালাইসিস সেবা সচল রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে। আশা করি সেবা বন্ধের মতো পরিস্থিতির সম্মুখীন হতে হবে না।
স্যান্ডরের কর্মকর্তারা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নিজেই এখন বিষয়টি দেখভাল করছেন। তিনি বিষয়টি নিয়ে কথা বলেছেন। দ্রুত সময়ে বিল ছাড়করণের বিষয়ে আশ্বাস দিয়েছেন। স্বাস্থ্য বিভাগের এমন ইতিবাচক সাড়ায় অনেকটা আশ্বস্ত হয়েছেন বলে জানিয়েছেন স্যান্ডর মেডিকেইডস (প্রা.) লিমিটেডের ম্যানেজার (হিসাব) নাজমুল হাসান। তিনি বলেন, কিট ও কাঁচামাল সংকটে সেবা বন্ধের যে ঘোষণা দেয়া হয়েছিল, আপাতত সে চিন্তা থেকে আমরা সরে আসছি। সেবা চালু রাখতে আমাদের সর্বোচ্চ চেষ্টা চলছে। যদিও কাঁচামাল সংকট রয়ে গেছে। কাঁচামাল সাপ্লাইয়ারদের সাথে আজ সোমবার বৈঠক রয়েছে জানিয়ে তিনি বলেন, তারা আরো কিছুদিন যাতে কাঁচামাল সরবরাহ অব্যাহত রাখে, বৈঠকে আমরা সে অনুরোধ জানাব। তারা রাজি হলে আশা করি সেবা বন্ধ হবে না। তবে এ বিষয়ে সোমবার স্পষ্ট করা সম্ভব হবে।
উল্লেখ্য, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় ঢাকার জাতীয় কিডনি ইনস্টিটিউট ও চমেক হাসপাতালে কিডনি ডায়ালাইসিসে দুটি সেন্টার স্থাপন করে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডর মেডিকেইডস (প্রা.) লিমিটেড। এর মধ্যে ঢাকার জাতীয় কিডনি ইনস্টিটিউটে ৫৯টি এবং চমেক হাসপাতালে ৩১টি মেশিনে ডায়ালাইসিস সেবা দেয়া হচ্ছে। চমেক হাসপাতালের পুরনো (মূল) ভবনের নিচতলায় ডায়ালাইসিস সেন্টারটি স্থাপন করা হয়েছে। ২০১৭ সালে এই সেন্টারে ডায়ালাইসিস সেবা কার্যক্রম চালু করা হয়। তবে সেবাদান বাবদ সরকারের কাছে ২২ কোটি টাকা পাওনা বকেয়া রয়েছে দাবি করে ঢাকা ও চট্টগ্রামে একযোগে ডায়ালাইসিস সেবা বন্ধের আল্টিমেটাম দেয় প্রতিষ্ঠানটি। চমেক হাসপাতাল পরিচালক বরাবর শনিবার দেয়া চিঠিতে এমন আল্টিমেটাম দেয়া হয়।