কারো গাফিলতি নেই

ওয়েল্ডিং ও বাতাসে কার্বন-পেট্রোলিয়ামের কারণে আগুন কিছু সুপারিশ তদন্ত কমিটির

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৭ অক্টোবর, ২০২২ at ৩:৪৬ পূর্বাহ্ণ

দেশের জ্বালানি তেলের রাষ্ট্রায়ত্ত একমাত্র শোধনাগার ও পতেঙ্গার কি পয়েন্ট ইনস্টলেশন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) গত শনিবার অগ্নিকাণ্ডের ঘটনায় কারো কোনো গাফিলতির প্রমাণ পায়নি তদন্ত কমিটি। নাশকতার ব্যাপারটিও উড়িয়ে দিয়েছে কমিটি।
ওয়েল্ডিং এবং বাতাসে কার্বন ও পেট্রোলিয়ামের উপস্থিতিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত উল্লেখ করে তদন্ত কমিটি পুরো ইআরএল এলাকায় পর্যাপ্ত ফায়ার ও গ্যাস ডিটেকটর স্থাপন এবং নতুন করে ৬৬টি ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোর সুপারিশ করেছে। অগ্নিকাণ্ডের পর শনিবার রাতভর
বৈঠক এবং বিভিন্নজনের সাথে আলোচনা ও সাক্ষ্য প্রমাণ নিয়ে তদন্ত রিপোর্ট তৈরি করা হয়। গতকাল সকালে এই রিপোর্ট বিপিসির চেয়ারম্যানের নিকট হস্তান্তর করা হয়েছে।
ইস্টার্ন রিফাইনারিতে শনিবার সকালের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত ৭ সদস্যের কমিটি শনিবার আগুন নিভে যাওয়ার পর থেকে কাজ শুরু করে। ইআরএলের জিএম (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) রায়হান আহমেদকে প্রধান করে গঠিত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের সাক্ষ্যগ্রহণ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে তদন্ত কমিটি নিশ্চিত হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনাটি আকস্মিক। এতে কারো অবহেলা বা গাফিলতি নেই। এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কোনো হতাহতও নেই। তদন্ত কমিটির সাত সদস্য একমত হয়েছেন, উন্নয়ন কাজের পাইপ লাইনের ওয়েল্ডিং কাজের সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বাতাসে কার্বন ও পেট্রোলিয়ামের উপস্থিতির পাশাপাশি তাপমাত্রাও আগুন ধরে যাওয়ার অনুঘটক হিসেবে কাজ করেছে। তদন্ত কমিটি ইআরএলের সর্বত্র গ্যাস ও ফায়ার ডিটেকটর স্থাপনের পাশাপাশি ৬৬টি সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দিয়েছে। বিপিসির পরিচালক (অপারেশন ও পরিকল্পনা) খালিদ আহমেদ তদন্ত রিপোর্টের কথা স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারির মিটারিং স্টেশনে আগুন লাগে। ইস্টার্ন রিফাইনারির চারটি গাড়ির পাশাপাশি ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আটটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা পৌনে ১টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গিদের সঙ্গে বম পার্টির যোগ খতিয়ে দেখা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধকাস্টমসের নিলামে ৫৮ দরপত্র জমা