প্রতিদিন ৮২ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন

পর্যাপ্ত বৃষ্টি না হলে ঝুঁকিতে পড়তে পারে কাপ্তাই বিদ্যুৎকেন্দ্র

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ১৫ অক্টোবর, ২০২২ at ৮:০৪ পূর্বাহ্ণ

বর্ষায় কাপ্তাই লেকে কাঙ্ক্ষিত পানি জমা হয়নি। বর্তমানে ৯ ফুট পানি কম রয়েছে লেকে। ফলে প্রতিদিন প্রায় ৮২ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। চলতি মাসে পর্যাপ্ত বৃষ্টি না হলে ভবিষ্যতে বিদ্যুৎ কেন্দ্র ঝুঁকিতে পড়তে পারে বলে কর্তৃপক্ষ আশঙ্কা করছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী গতকাল শুক্রবার কাপ্তাই লেকে ১০৭.৬০ ফুট মীন সী লেভেল (এমএসএল) পানি থাকার কথা। কিন্তু এখন লেকে পানি রয়েছে ৯৮.৬০ ফুট মীন সী লেভেল। অর্থাৎ ৯ ফুট পানি কম রয়েছে লেকে। বর্ষায় পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ায় লেকে পানির স্তরও বৃদ্ধি পায়নি। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের গতকাল সন্ধ্যায় কাপ্তাই লেকে পানি কম থাকার কথা স্বীকার করে দৈনিক আজাদীকে বলেন, পরিমাপ অনুযায়ী কাপ্তাই লেকে এখন ১০৭.৬০ ফুট মীন সী লেভেল পানি থাকার কথা। কিন্তু লেকে প্রায় ৯ ফুট পানি কম রয়েছে। তবে লেকে পানি কম থাকলেও ৫টি জেনারেটরের মধ্যে বর্তমানে ৪টি জেনারেটর বিদ্যুৎ উৎপাদনে সচল রয়েছে। এই ৪টি জেনারেটর থেকে বর্তমানে ১৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রীডে সঞ্চালন করা হচ্ছে। তবে রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই লেকে পানি থাকলে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হতো বলেও ব্যবস্থাপক মন্তব্য করেন।
এদিকে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটটি গত এক বছর ধরে রক্ষণাবেক্ষণ কাজে বন্ধ রয়েছে। একটি বিদেশী কোম্পানি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত রয়েছে। কাজ প্রায় শেষের দিকে। আগামী ডিসেম্বরে কাজ শেষে ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনে সচল করা যাবে বলে ব্যবস্থাপক জানান। অর্থাৎ ডিসেম্বর থেকে বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট সচল থাকবে। কিন্তু লেকে পানি না থাকলে জেনারেটর সচল থাকলেও বিদ্যুৎ উৎপাদনে চালু করা সম্ভব হবে না বলেও ব্যবস্থাপক জানান।
তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতের রেকর্ড অনুযায়ী অক্টোবর মাসেও ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। টানা কয়েকদিন যদি ভারী বৃষ্টিপাত হয় তখন লেকে ৫ থেকে ৭ ফুট পানি বৃদ্ধি পেতে পারে। অক্টোবর মাস শেষ হতে আরো প্রায় ১৬ দিন বাকী রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী ও পেকুয়া পুকুরে ডুবে চার ভাইবোনের মৃত্যু
পরবর্তী নিবন্ধকিছু মানুষের লোভে ধ্বংস হয়েছে চট্টগ্রামের আসল রূপ