বাঁশখালী ও কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে ৪ ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার পৃথক এ দুর্ঘটনা ঘটে।
বাঁশখালী প্রতিনিধি জানান, পুইছড়ি ইউনিয়নের পশ্চিম পুঁইছড়ি এলাকার মো. সেলিমের দুই সন্তান মিরান (৬) ও শাহীন (৫) পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, দুপুরে বাড়ির সবাই যখন কাজ কর্ম নিয়ে ব্যস্ত তখন খেলার ছলে দুই ভাই বোন মিরান ও শাহীন বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন তাদের খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। শুক্রবার বিকালে পশ্চিম পুঁইছড়ি হাসমতিয়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাদের দাফন করা হয়।
পেকুয়া প্রতিনিধি জানান, পেকুয়ায় দুই চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্ব জালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হল- বারবাকিয়া ইউনিয়নের পূর্ব জালিয়াকাটা এলাকার প্রবাসী আব্দুর রহিমের ছেলে আবদুল্লাহ জায়েদ রাহি (৩) ও আবদুর রশিদের মেয়ে আসফি মণি (৪)।
শিশুদের স্বজন শিক্ষক হেলাল উদ্দিন বলেন, খেলতে খেলতে দুই ভাই-বোন বাড়ির দূরবর্তী পুকুরের দিকে চলে যায় এবং সবার অগোচরে পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাদের দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে দুজনের নিথর দেহ পুকুরে ভাসতে দেখে আত্মীয়রা। তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আনিসুল করিম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক পরিবারের দুই শিশুর এই করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।












