পেকুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পেকুয়া প্রতিনিধি | শুক্রবার , ১৪ অক্টোবর, ২০২২ at ৭:৩৮ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্ব জালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতেরা হলো বারবাকিয়া ইউনিয়নের পূর্ব জালিয়াকাটা এলাকার প্রবাসী আব্দুর রহিমের ছেলে আবদুল্লাহ জায়েদ রাহি (৩) ও আবদুর রশিদের মেয়ে আসফি মণি (৪)। নিহতেরা আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন।

নিহতদের স্বজন শিক্ষক হেলাল উদ্দিন বলেন, “খেলতে খেলতে শিশু দু’টি বাড়ির দূরবর্তী পুকুরের দিকে চলে যায় এবং সবার অগোচরে পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাদের দেখতে না পেয়ে দু’জনকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর পুকুর থেকে দু’জনের মরদেহ ভেসে উঠে।”

পরে ওই দুই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, একই পরিবারের দুই শিশুর করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি সদস্য আনিসুল করিম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্যের অর্থমন্ত্রী বরখাস্ত
পরবর্তী নিবন্ধবানরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেট কার