বাঁশখালীতে খেলাচ্ছলে পা‌নি‌তে ডু‌বে ভাই-বো‌নের মৃত্যু

বাঁশখালী প্রতি‌নি‌ধি | শুক্রবার , ১৪ অক্টোবর, ২০২২ at ১০:৫৭ অপরাহ্ণ

বাঁশখালীর পুঁইছ‌ড়ি ইউ‌নিয়‌নের পশ্চিম পুঁইছড়ি এলাকায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

পানিতে ডুবে যাওয়া মিরান (৬) ও শাহীন (৫) ওই এলাকার মো. সে‌লি‌মের সন্তান বলে জানা গেছে।

আজ শুক্রবার (১৪ অক্টোবর) দুপু‌রে এ ঘটনা ঘ‌টে ব‌লে পা‌রিবা‌রিক সূত্রে জানা যায়।

স্থানীয় ও‌ পারিবা‌রিক সূত্রে জানা যায়, দুপু‌রে বা‌ড়ির সবাই যখন কাজ-কর্ম নি‌য়ে ব্যস্ত ছিল তখন খেলার ছ‌লে দুই ভাই-বোন বা‌ড়ির পা‌শের পুকু‌রে প‌ড়ে যায়।

বা‌ড়ির লোকজন তা‌দের খুঁজ‌তে গি‌য়ে পুকু‌রের পা‌নি থে‌কে তু‌লে হাসপাতা‌লে নি‌য়ে আস‌লে ডাক্তার তা‌দের মৃত ঘোষণা ক‌রেন।

প‌রে শুক্রবার বিকা‌লে পশ্চিম পুঁইছ‌ড়ি হাসমতিয়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাদের দাফন করা হয়।

এ‌দি‌কে, আপন দুই ভাই-বো‌নের মৃত্যুতে এলাকায় শো‌কের ছায়া নে‌মে আ‌সে।

পূর্ববর্তী নিবন্ধবানরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেট কার
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা