ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস) ও প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম (পিইউসি) যৌথভাবে চালু করছে ইউটিএস-পিইউসি প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় বিবিএ অনুষদের কয়েকটি বিষয় ও কম্পিউটার সাইয়েন্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। তিন বছরের এই অনার্স প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীরা প্রথম এক বছর প্রিমিয়ার ভার্সিটিতে এবং পরের দুই বছর ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনিতে অধ্যয়নের সুযোগ পাবেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের অস্ট্রেলিয়া ভ্রমণ এবং উচ্চশিক্ষার সহজ সুযোগ সৃষ্টি হবে।
আগামীকাল (১৫ অক্টোবর) এই ইউটিএস-পিইউসি প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। প্রোগ্রামটির উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের আলহাজ্ব সুলতান আহমেদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ইউটিএস-এর চিফ অফিসার পার্টনারশিপ এন্ড গ্রোথ পিটার হ্যারিস, হেড অব স্ট্রাটেজিক প্রজেক্টস মিকাইলা জেমস, রিজিয়নাল ডিরেক্টর পঙ্কজ জেইন, রিজিয়নাল পার্টনার ম্যানেজার অপরাজিতা মান্না, প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্ট্রার খুরশিদুর রহমান এবং বাংলাদেশ এডুকেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটের (বেরি) ফাউন্ডার এন্ড সিইও ড. আরিফ জোবায়ের বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ইউটিএস অস্ট্রেলিয়ার সিডনির প্রাণকেন্দ্রে অবস্থিত। উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতির জন্য এই ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ায় ব্যাপকভাবে পরিচিত ও বিখ্যাত। অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র্যাংকিংয়ে ইউটিএস প্রথম সারিতে রয়েছে। ইউটিএস অনলাইন ও অফলাইনে সর্বোত্তম শিক্ষা প্রদান করে থাকে। প্রিমিয়ার ইউনিভার্সিটি ও বাংলাদেশ এডুকেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটের (বেরি) সঙ্গে পার্টনারশিপের ভিত্তিতে এদেশের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিয়ে ইউটিএস বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। এই অংশীদারত্বের অংশ হিসেবে ফেব্রুয়ারি ২০২৩ ইনটেক থেকে ইউটিএস বাংলাদেশে তাদের ডিগ্রির প্রথম বছর চালু করবে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের অত্যন্ত কম খরচে সেরা মানের আন্তর্জাতিক শিক্ষার প্রবেশাধিকার প্রদান করবে।
১৫ অক্টোবর (কাল) এই প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে জানিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার সকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ক্যাম্পাসের কেন্দ্রীয় অডিটরিয়ামে লঞ্চিং সিরোমনি অব ইউটিএস-পিইউসি প্রোগ্রাম শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমে ব্রুয়ার, ইউটিএস-এর ব্যবস্থাপনা পরিচালক ড. অ্যালেঙ মারফি, বেরির ফাউন্ডার অ্যান্ড সিইও ড. আরিফ জোবায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।
আগ্রহী শিক্ষার্থীদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থী এবং অভিভাবকরা ইউটিএস-এর প্রতিনিধিদের সাথে মতবিনিময় করতে পারবেন। একই দিনে যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অফার লেটার হাতে পাবেন। সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম রেডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে অফার লেটার তুলে দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন।












