৫০ বছরে চবি হিসাববিজ্ঞান বিভাগ দুইদিনব্যাপী সুবর্ণজয়ন্তী শুরু আজ

চবি প্রতিনিধি | শুক্রবার , ১৪ অক্টোবর, ২০২২ at ৮:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হিসাব বিজ্ঞান বিভাগের ৫০ বছরপূর্তি উপলক্ষে দুইদিনব্যাপী সূবর্ণজয়ন্তী উৎসবের আয়োজন করেছে বিভাগটি। আজ শুক্রবার থেকে নবীন-প্রবীণের এই মিলনমেলায় মঞ্চ মাতাবেন দেশের প্রখ্যাত শিল্পীরা। আয়োজনে প্রায় সাড়ে ৪ হাজার বিভাগের প্রাক্তন-বর্তমান শিক্ষক-শিক্ষার্থী অংশ নেবেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এমনটি জানান সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আহ্বায়ক ও ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী।
বক্তব্যে প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী বলেন, শুক্র ও শনি দুইদিনব্যাপী হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে। প্রথম দিন বিকেল ৩টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। উদ্বোধন শেষে বিভাগের বর্তমান শিক্ষার্থী ও এলামনাইদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। দ্বিতীয়দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারে সকাল ৯টায় থেকে শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এদিন স্মারক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভারতের একাউন্টিং রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ড. ভবতোষ ব্যানার্জী। একইদিন বিকেল ৪টায় চট্টগ্রাম শহরের জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করবেন নকীব খান ও ঐশী। থাকবে ব্যান্ড শিরোনামহীন এবং তীরন্দাজ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহমদ সালাউদ্দিন, ড. মো. আবদুর রহমান, সুবর্ণ জয়ন্তী উৎসবের প্রধান সমন্বয়ক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ড. মো. সেলিম উদ্দীন, ড. মো. ইকবাল হোছাইন, উদযাপন কমিটির সদস্য সচিব ড. মো. আলী আরশাদ চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাত বছর পর বান্দরবান জেলা ছাত্রলীগের সম্মেলন
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে যাচ্ছেন না পূজা