জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, র্যালি ও কেক কাটা গতকাল বুধবার নগরীর দোস্ত বিল্ডিং চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কালিম শেখ ও কোতোয়ালী থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন পীরজাদা মুহাম্মদ মহরম হোসাইন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান কর্মচারী শ্রমিক ইউনিয়নের চট্টগ্রাম জেলার সভাপতি শেখ নওশেদ সরোয়ার পিল্টু।
সভায় বক্তারা বলেন, দেশে জননেত্রী শেখ হাসিনার গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি চলমান আছে বলে বিশ্ব ফোরামে এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম সমাদৃত। সুশাসনের রোল মডেল বাংলাদেশ উন্নয়নশীল দেশের সারিতে। দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হল রাজনৈতিক স্থিতিশীলতা। আজ বিএনপি-জামাত চক্র স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস আর নৈরাজ্য সৃষ্টি করে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে চলছে তারা। সংবিধান অনুযায়ী অনুষ্ঠিতব্য আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য আজ তারা হুমকি দিচ্ছে। চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের নেতাকর্মীরা বিরোধী দলের সকল ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। নেতৃবৃন্দ সর্বস্তরের শ্রমিক সমাজকে রাজপথে থাকার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন জহুর মার্কেট দর্জি শ্রমিক লীগের সভাপতি কাঞ্চন দাস, সিডিএ কর্মচারী লীগের সভাপতি বিমান বড়ুয়া, মো. সেকান্দর হোসেন, আবদুল মালেক হাওলাদার মাঝি, নজরুল ইসলাম খোকন, আবু আহামদ, আব্দুল হান্নান, মোহাম্মদ ওসমান গণি, মো. নুরুল ইসলাম, নুরুল আমিন, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এয়ার মোহাম্মদ খোকন, গোলাম মোস্তফা, চট্টগ্রাম মহানগরের সভাপতি হুমায়ুন কবির মানিক, নুরুদ্দীন, প্রশান্ত কুমার বড়ুয়া, ইকবাল হোসেন দুলাল, দেলোয়ার হোসেন, জাবেদুল আলম জাবেদ, নুরুল কবির স্বপন, কামাল উদ্দিন, ইকবাল হোসেন রিপন, রুহুল আমিন হাওলাদার, গোলাম আকবর, জামাল উদ্দিন, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইউসুফ মোল্লা, যীশু দাস, ডলী রাণী শীল, জাকিয়া বেগম, রোকেয়া বেগম প্রমুখ।
বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ : গতকাল বুধবার বিকাল ৪টায় জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী মিউনিসিপ্যাল মডেল স্কুল মাঠে জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুহাম্মাদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব মো. মিরন হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, সকল শ্রেণির পেশাজীবী শ্রমিক, কর্মচারীর ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সব সময় অবহেলিত শ্রমিক জনতার পক্ষে কথা বলবে। আমি আজকের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় শ্রমিক লীগের উত্তরোত্তর সফলতা কামনা করছি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফর আলী। উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির মো. বেলাল, রেহান ইউসুফ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ইয়াছিন আরাফাত, তারেক ইমতিয়াজ ইমতু, নুরুল আমিন মিয়া, সরোয়ার সরকার, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন চৌধুরী, নুরুল আলম লেদু, শাহআলম ভুইয়া, হারুনুর রশীদ রনি, আবু বক্কর, নাজিম উদ্দিন আজমল, সৈয়দ মো. জাহাঙ্গীর, এস এম ফারুক, মো. আনোয়ার হোসেন প্রমুখ।
মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন : গতকাল দুপুর ১২টায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের চট্টগ্রামস্থ প্রধান স্থাপনাগারে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত সংগঠন মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এতে কোম্পানি ইউনিয়নের সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, কার্যকরী সভাপতি মো. শাহজাহান, সহ সম্পাদক তৌহিদ হোসেন, অর্থ ও দপ্তর সম্পাদক মো. আইয়ুব, জহিরউদ্দিন মো. আকবর সহ প্রধান স্থাপনাগার সকল শ্রমিক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সিবিএ ননসিবিএ সমন্বয় পরিষদ : গতকাল বিকাল ৫টায় জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ ননসিবিএ সমন্বয় পরিষদ জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ আবদুল আহাদ। শ্রমিক লীগ নেতা গাজী মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও আবুল হোসেন জিকুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক লায়লা আক্তার এটলী। আরো বক্তব্য রাখেন রেলশ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক খোন্দকার মো. সাইফুল ইসলাম মামুন, কাজী হাসান মুরাদ, মো. জসিম উদ্দিন (বিদ্যুৎ), মো. রফিক, মো. খালেদ, মো. আকবর হোসেন, মো. কুতুব উদ্দিন চৌধুরী, মো. রেজাউল করিম, শান্তুনু দাশ, মো. মোজাম্মেল হোসেন, মো. ফরিদ, মো. পারভেজ, আবদুল্লাহ ছগির, আজমীর আলম, সৈয়দ আরিফ হোসেন, শাহজাহান সাবু, আলাউদ্দিন, মো. মোরশেদ, মো. জসিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











