মায়ের জন্য দেশে মোবাইল পাঠানো হল না সন্তানের

সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ অক্টোবর, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

মায়ের জন্য দেশে একটি মোবাইল পাঠাতে চেয়েছিলেন প্রবাসী এক সন্তান। এজন্য সহকর্মীকে দিয়ে একটি মোবাইলও কিনিয়েছেন। কিন্তু সেই মোবাইল মায়ের কাছে আর পাঠানো হল না। তার আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো তার প্রাণ। সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক রাঙ্গুনিয়া প্রবাসী। তার নাম মোহাম্মদ আলম (৪৫)। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম ভূমিরখীল গ্রামের আলী আহমেদের ছেলে। ১১ অক্টোবর সৌদি আরবের স্থানীয় সময় বিকাল ৪টা এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে আল বিরিক নামক জায়গায় এই দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করে প্রবাসে তার সহকর্মী আরফাত সানি বলেন, গত শুক্রবারে ভাইয়া আমাকে টাকা দিল তার মায়ের জন্য নতুন মোবাইল কিনে আনার জন্য৷ মোবাইল টা কিনে আনার পর বাসায় গিয়ে দিয়ে আসলাম। অনেক রাত পযন্ত গল্প করলাম। কিন্তু সেটি আর দেশে পাঠানো হল না। জানা যায়, ২০০৮ সালে জীবিকার সন্ধানে প্রবাসে গিয়েছিল আলম। সর্বশেষ ছয় মাস আগে দেশে ছুটি কাটিয়ে গিয়েছিলেন। তার এমন আকষ্মিক মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংসারে তার স্ত্রী ও তিন কন্যা সন্তান রয়েছে। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানিয়েছে স্বজনরা।

পূর্ববর্তী নিবন্ধলাখো ভক্তের সমাগমে জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ওরশ সম্পন্ন
পরবর্তী নিবন্ধশিল্পের ইলেক্ট্রোকেমিক্যাল পারফরম্যান্সের উন্নতি রিসাইকেল ব্যাটারি